ন্যাভিগেশন মেনু

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে। কঠোর বিধিনিষেধের কারণে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগন্তিতে পড়ছে যাত্রীরা। এতে করে হেঁটে, আটোরিকশায়, পিকআপে করে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। তাই যাত্রীদের গুনতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া।

আগামীকাল (১ আগস্ট)  থেকে কঠোর বিধিনিষেধের বাহিরে থাকবে শিল্পকারখানা। ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে। বিশেষ করে গার্মেন্টসকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বেশি। 

শনিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড মোড়ে এমন চিত্র দেখা গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পিকআপগুলো অতিরিক্ত যাত্রীবোঝাই (নারী, পুরুষ, শিশু) করছে। এ সময় এক যাত্রীর সাথে কথা বললে তিনি জানান, আগামীকাল গার্মেন্টস খোলা আমাদের ঢাকায় যেতেই হবে। বাস বন্ধ থাকায় কোন গাড়ি পাই নাই। তাই পিকআপ ভাড়া করছি।

সিদ্ধিরগঞ্জের শিমরাইলে নুসরাত আক্তার নামে এক গার্মেন্টসকর্মী জানান, 'আমি কুমিল্লা থাইকা পিকআপে কাঁচপুরে আইছি। পরে হাঁটা শুরু করছি। এখন ভ্যান খুজঁতাছি।'

সাইনবোর্ড মোড়ে লোকমান মিয়া নামে আরেক গার্মেন্টসকর্মী জানান, তিনি ভোরবেলা শিল্পকারখানা খোলার খবর জানতে পেরেছেন। খবর পেয়েই তিনি ফেনীর ছাগলনাইয়া থেকে রওনা হয়েছেন। তিনি বলেন, 'গাড়ি চললে ভালো হইতো। আমি ভাইঙা ভাইঙা চিটাগাং রোড পর্যন্ত আইছি। সব জায়গায় অতিরিক্ত ভাড়া দিতে হইছে।'

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রবিবার গার্মেন্টস খোলার কারণে গার্মেন্টসকর্মীরা ঢাকার দিকে আসতে শুরু করেছেন। তবে রাস্তাঘাটে তেমন কোনও যানজট নেই।

এমএইচএস/এডিবি/