ন্যাভিগেশন মেনু

ঢাকা প্রিমিয়ার লিগ শুরু সোমবার


স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানজনক ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)।

সোমবার (৩১ মে) থেকে টি-২০ ফরম্যাটে ১২টি দল নিয়ে এই লিগ শুরু হচ্ছে। ঢাকার সেরা ক্লাবগুলো লড়াই করবে তিনটি ভেন্যুতে।

ভেন্যুগুলো হলো - মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি-৩ এবং বিকেএসপি-৪। প্রতি ভেন্যুতে প্রথম ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছরের ডিপিএলের নামকরণ করা হয়েছে- ‘বঙ্গবন্ধু ডিপিএল স্পন্সর বাই ওয়ালটন’।

করোনাভাইরাসের কারণে গত বছর প্রথম রাউন্ডের পর লিগটি স্থগিত হয়ে যায়। ফলে দলগুলো গত বছরের মতোই সাজানো। গত বছর যে ক্লাবে খেলেছেন সেই ক্লাবেই খেলবেন ক্রিকেটাররা। টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার লিগের ফরম্যাট পরিবর্তন হয়েছে।

ওয়াই এ/এডিবি/