ন্যাভিগেশন মেনু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি খুলেছে


করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লাইব্রেরি। সেই সঙ্গে খুলছে ইনস্টিটিউট ও ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ। এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকবে।

যেসব শিক্ষার্থী অন্তত কভিড-১৯-এর প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে টিকা গ্রহণের সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লাইব্রেরিতে গিয়ে দেখা যায়, লাইব্রেরিতে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের বাইরে অন্য শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেয় লাইব্রেরি কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বার্থেই হল খুলেছি। বিশ্ববিদ্যালয় ৫ তারিখ খুলবে। আমরা তার আগেই লাইব্রেরি খুলে দিয়েছি। যাতে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারেন।’

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা কোনও বিশৃঙ্খলা করবেন না, এটাই আমাদের প্রত্যাশা। সবাই নিয়ম মেনে আইডি কার্ড দেখিয়ে স্বাস্থ্যবিধি রক্ষা করে যথাসময়ে লাইব্রেরিতে প্রবেশ করবেন। এবং নির্দিষ্ট সময়ে লাইব্রেরি ত্যাগ করবেন।’

গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

সিবি/এডিবি/