ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই।
শনিবার (৩ আগস্ট) বিকেলে টিএসসিতে এ ঘটনা ঘটে। এ সময় তাকে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাফসান দ্য ছোটভাই তার নিজ গাড়িতে করে টিএসসিতে আসলে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে ঘিরে ধরে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে শুরু করেন। বাধ্য হয়ে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, 'সে এতদিন পর অ্যাটেনশন নিতে এসেছে। আমরা তার কাছে কৈফিয়ত চেয়েছি এতদিন পর কী করতে এসেছেন?