NAVIGATION MENU

ঢাবিতে ফের ২ দফায় ককটেল বিস্ফোরণ


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ভবনের সামনে ও অপরাজেয় বাংলার পাদদেশে আবারও দুই দফায় ককটেল বিস্ফোরণ হয়।

রবিবার বেলা ১১টা ১০ মিনিট ও সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এসময় হতাহতে খবর পাওয়া যায়নি।

 গত বছরের ২৬, ২৯ ও ৩০ ডিসেম্বরও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটে। ৩০ ডিসেম্বর মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কর্মচারী হৃদয় আহত হয়েছিলেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে শনাক্ত করতে পারেনি। তবে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা একে অপরকে দোষারোপ করছেন।

সিবি / এস এস