ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আজ ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে শোকাবহ আগস্টকে স্মরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মোমবাতি প্রজ¦লনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এর পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে বঙ্গমাতা’র প্রতিকৃতিতে উপাচার্যের নেতৃত্বে মোমবাতি প্রজ¦লন করা হয়।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ফারহানা বেগম এবং সংশ্লিষ্ট হলদ্বয়ের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।