NAVIGATION MENU

ঢাবিতে স্প্যানিশ ভাষা বিষয়ে সেমিনার


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি বিষয়ক সেমিনারের আজ বুধবার দ্বিতীয় দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২০) এই সেমিনারের উদ্বোধন করেন।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শিশির ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পেনের রাষ্ট্রদূত মি. অ্যালভারো ডি সালাস জিমেনেজ ডি অ্যাজক্যারেট এবং ইনডিটেক্স চেয়ার ডিরেক্টর অধ্যাপক সানতিয়াগো ফার্নান্দেজ মসকুইয়েরা।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্ব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

 প্রাচীনকাল থেকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই ঐতিহাসিক সম্পর্ক ও যোগাযোগের কারণে স্প্যানিশ ভাষার অনেক শব্দ আমাদের ভাষায় ব্যবহৃত হচ্ছে বলে উপাচার্য উল্লেখ করেন।

রাষ্ট্রদূত মি. অ্যালভারো ডি সালাস জিমেনেজ ডি অ্যাজক্যারেট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আধুনিক ভাষা ইনস্টিটিউটে স্প্যানিশ ভাষা শিক্ষার বিকাশ ও চর্চায় স্পেন সরকারের চলমান সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং স্পেনের রাষ্ট্রদূত মি. অ্যালভারো ডি সালাস জিমেনেজ ডি অ্যাজক্যারেট পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে অধ্যাপক জনাথন থ্যাকার, অধ্যাপক ডিয়ানা বিরুইযো স্যানচে, অধ্যাপক বেন বোলিং এবং অধ্যাপক অলিভ নোবেল উড পৃথক পৃথক সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সিবি / এস এস