ন্যাভিগেশন মেনু

ঢাবি’র আবাসিক হলের সমস্যা সমাধানে উদ্যোগ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এ সব সমস্যার সমাধানের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরিকল্পিত কর্মকৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন,এ সব সমস্যা সমাধানের জন্য, হল প্রশাসনকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আবাসিক হল এবং হোস্টেল প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।এ সভার সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কোনভাবেই অছাত্রদের হলে অবস্থান করতে দেওয়া হবে না। ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ করতে হবে।

আরো পড়ুনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহৎ শিক্ষাবৃত্তি চালু করেছে ব্র্যাক ব্যাংক

আবাসিক হলসমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নিয়মিত ফ্লোর পরিদর্শনের জন্য তিনি আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের নিয়ে সমন্বিতভাবে হল প্রশাসনকে  কাজ করতে হবে।

এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষক এবং প্রক্টর।

সিবি / এস এস