ন্যাভিগেশন মেনু

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় মজনুর যাবজ্জীবন


রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামি মজনুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন। ১৩ কার্যদিবসে মামলাটির বিচার কার্যক্রম শেষ হয়েছে।

এর আগে গত ১২ নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেন।

চলতি বছরের ১৬ মার্চ মজনুর বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর গত ২৬ আগস্ট ভার্চুয়াল আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হয় বিচার। মাত্র ১২ কার্যদিবসে আলেচিত এ মামলার ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

চলতি বছরের ৫ জানুয়ারি সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডের পাশে নির্জন এলাকায় ধর্ষণের শিকার হন ঢাবির ওই ছাত্রী। ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিচার দাবিতে দেশব্যাপী বিভিন্ন সংগঠনও নানা কর্মসূচি পালন করে।

সিবি/এডিবি