NAVIGATION MENU

ঢাবি শিক্ষকরা ২ দিনের বেতনের অর্থ দিচ্ছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে


করোনাভাইরাসের কারণে সৃষ্ট এ সংকটময় মুহূর্তে মূল বেতনের ২ দিনের সমপরিমাণ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (ডুটা) কার্যকরী পরিষদ।

বুধবার (১ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যসেবায় অধিক আর্থিক বরাদ্দ যেমন প্রয়োজন হবে, তেমনি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবসহ আর্থিক ও সামাজিক ব্যবস্থা হুমকির মুখে পড়ার বিরুদ্ধেও আমাদের সজাগ থাকতে হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘চারদিকে যখন সবাই গৃহাভ্যন্তরে দিন কাটাচ্ছি, এ সময় এই মানবিক সহায়তার সঠিক প্রয়োগ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তা প্রদান করাই যুক্তিযুক্ত হবে বলে আমরা মনে করি। এ অর্থ আগামী ৪ মাসে প্রদেয় বেতন থেকে সমান কিস্তিতে কর্তন করা হবে।’

এছাড়া শিক্ষকদের ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তবে অনিবার্য কারণে যদি কেউ এ অর্থ প্রদানে অপারগ অথবা অনিচ্ছুক হন তবে হিসাব পরিচালক বরাবরে আগামী ৫ এপ্রিলের মধ্যে লিখিতভাবে জানিয়ে অর্থপ্রদান থেকে বিরত থাকতে পারবেন। আবার কেউ যদি দুইদিনের বেতনের বেশি অর্থপ্রদান করতে চান, তবে হিসাব পরিচালককে জানিয়ে তাও করতে পারবেন।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করছেন শিক্ষক সমিতির কার্যকর পরিষদের সদস্য ছাড়াও প্রায় ১০০ জন শিক্ষক।

এমআইআর/এডিবি

আরো পড়ুন: