ন্যাভিগেশন মেনু

ভারতের প্রতি বিশ্ববাসীর অনীহা বদলে বেড়েছে আগ্রহে: মোদি


ভারত সম্পর্কে গোটা বিশ্বের বণিকমহলের যে ধারণা ছিল তা তিনি তাঁর ৬ বছরের শাসনকালে বদলে দিয়েছেন। বণিকসভা অ্যাসোচামের অনুষ্ঠানে এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বললেন, আগে লোকে জিজ্ঞেস করত, ‘ভারতে কেন?’ এখন সেটা বদলে গিয়েছে। এখন লোকে জিজ্ঞেস করে, ভারতে কেন নয়?

আসলে ক্ষমতায় আসার পর থেকেই ভারতকে বিশ্বের দরবারে মজবুত দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

মোদির দাবি, এনডিএ জমানার নানারকম আর্থিক সংস্কার এদেশে বিদেশি বিনিয়োগ তথা শিল্পস্থাপনের পথও প্রশস্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ASSOCHAM Foundation Week 2020-র অনুষ্ঠানে আরও একবার সেই দাবিই করেন।

তাঁকে বলতে শোনা যায়, ‘‘এই মুহূর্তে ভারতের অর্থনীতির উপর আস্থা রাখছে গোটা বিশ্ব। এই করোনা পরিস্থিতিতে বিশ্বের সব দেশে যখন বিনিয়োগ বন্ধ, তখন আমরা রেকর্ড অঙ্কের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছি। বিশ্ববাসীর এই আস্থা বজায় রাখতে আমাদের দেশের মাটিতে উৎপাদন বাড়াতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “করোনা পরবর্তীকালে গোটা বিশ্ব আরও একটা শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারত। ভারত সম্পর্কে গোটা বিশ্বের ধারণা বদলে গিয়েছে।

আগামী দিনে যেমন আমাদের কঠিন সময় আসছে, তেমনই আসছে সুযোগ। মোদি বলেন,”আমাদের দ্রুত আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগোতে হবে। কারণ, কত তাড়াতাড়ি আমরা আত্মনির্ভর হতে পারছি, সেটা অনেক বেশি জরুরি।

এস এস