ন্যাভিগেশন মেনু

তরতাজা ও সতেজ থাকতে পারফিউমের ব্যবহার


বিভিন্ন প্রকার সুগন্ধের যথাযত ব্যবহারে পরিবেশগত শক্তি ও শারীরিক শক্তিগুলিকে নিয়ন্ত্রণ করে।

ছুটি কাটিয়ে অফিস যেতে কারো ভাল লাগে না, তবু বাধ্য হয়ে যাওয়া লাগে। কিন্তু বাড়ির বাইরে তো আর যেভাবে সেভাবে বেরিয়ে যাওয়া যায় না। তাই তো বাড়ির বাইরে যাওয়ার জন্য তরতাজা ও সতেজ থাকাটা জরুরী।

মনে চিন্তা আসতে পারে কি করে নিজেকে সতেজ রাখা যায়। এত ভাবনা চিন্তার কোনও কারণ নেই। তার চেয়ে বরং হাতের কাছে রাখুন পারফিউম। সুগন্ধির যথাযথ ব্যবহারেই নিজেকে তরতাজা ও প্রাণবন্ত রাখা সম্ভব।

সেই জন্যই কিছু টিপসঃ

১)  অফিসে গিয়েও যখন কাজ করার শক্তিসঞ্চয় করতে পারেন না, তখন কনুইয়ের ভাঁজে সুগন্ধি লাগান।যখন ওই গন্ধ নাকের কাছাকাছি আসবে তখন পরিস্থিতি বদলে যাবে। সুগন্ধির ঘ্রাণে আলসেমি ভাব দূর হবে। কবজিতেও সুগন্ধি লাগাতে ভুলবেন না যেন।

২) সব কাজেই যখন আলস্য লাগছে  তখন হাঁটুর নিচে স্প্রে করে নিন পারফিউম। বিশেষজ্ঞরা বলছেন, এতে শরীরে তাপশক্তির সঞ্চার হবে। ফলে এতে অলসতা দূর হবে।

৩) শরীরের অত্যন্ত স্পর্শকাতর জায়গা নাভি। মেয়েদের শরীরের ওই ছোট্ট অংশই পুরুষের মনে ঝড় তোলার জন্য যথেষ্ট। তাই  তরতাজা থাকার জন্য নাভির গুরুত্ব অপরিসীম। দিনভর তরতাজা থাকার জন্য শরীরের বিভিন্ন অংশের সাথে নাভিতেও লাগান সুগন্ধি।

তবে মনে রাখতে হবে, সুগন্ধি লাগানোর পর ওই জায়গাটি ভুলেও ঘষা যাবে  না। তাহলে কিন্তু সুগন্ধি দীর্ঘস্থায়ী না-ও হতে পারে।

ওয়াই এ / এস এস

 আপডেট নিউজ পেতে ভিজিট করুন - আজকের বাংলাদেশ পোস্ট