ন্যাভিগেশন মেনু

তাপপ্রবাহ থাকছে আরও দুই-তিন দিন


‘ফণীর প্রভাব কেটে যাওয়ার পর থেকে যে তাপপ্রবাহ শুরু হয়েছে তা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে তাপপ্রবাহের বিস্তারও ঘটেছে। রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সিয়াম সাধনার মাসে এ অতিরিক্ত গরমে জনজীবন দুর্বিষহ।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আর ঢাকায় পারদ উছেছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও বদলহাছি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে  যাচ্ছে। এছাড়া দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছৃ জেলায় বৃষ্টি হতে পারে।

এমআইআর/সিআরকর