ন্যাভিগেশন মেনু

তাপমাত্রা কমেছে, হতে পারে বৃষ্টিও


সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অনেকটা কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তারা আশার কথা শুনিয়েছেন বৃষ্টির সম্ভাবনাও।

আজ শুক্রবার এ তথ্য জানিয়ে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অধিদপ্তর জানায়, সারাদেশে থেকে মৃদু তাপপ্রবাহ প্রশমিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে রেকর্ড করা হয়। এ সময়ে ঢাকায় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

কিছু এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এসএস