ন্যাভিগেশন মেনু

তামিমের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে জয় পেল প্রাইম ব্যাংক


ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তামিমে ঝড়ো ব্যাটিংয়ে জয় দিয়ে যাত্রা শুরু প্রাইম ব্যাংকের।

সোমবার (৩১ মে) বৃষ্টির বাধায় কমে যায় ম্যাচের দৈর্ঘ্য ১২ ওভারে নেমে আসলে ৫ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে গাজী গ্রুপ।

১২ ওভারে ৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তামিমের ২২ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

এরআগে বৃষ্টির কারণে আউট ফিল্ড ভেজা থাকায় দুই দলের ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের বেশ পরে। সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে টস জিতে গাজী গ্রুপকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক বিজয়।

ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার ফেরেন ১৪ রান করে। খানিক পর একই পথে হাঁটেন শেখ মেহেদী হাসান। সৌম্যকে ফেরান মুস্তাফিজ, ১৬ রানে থাকা মেহেদীর উইকেট তুলে নেন নাঈম হাসান।

জাকির হাসান দলীয় সংগ্রহ বাড়ানোর চেষ্টা করলেও তাকে সঙ্গ দিতে পারেননি বাকিরা। মাহমুদউল্লাহ রিয়াদ ৫ রানে আউট হওয়ার পর রংপুরের দুই ব্যাটসম্যান আরিফুল হক ও আকরব আলী সমান ৬ রান করে ফিরে যান। শেষ দিকে অপরাজিত জাকিরের ২২ বলে ২৬ রানের সঙ্গে মুমিনুল হকের ৪ বলে ১৩ রানের কল্যাণে নির্ধারিত ১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯১ রানের পুঁজি পায় গাজী গ্রুপ।

প্রাইম ব্যাংকের হয়ে মুস্তাফিজ ও নাঈম ২টি করে উইকেট নেন।

এমআইআর/ওআ