ন্যাভিগেশন মেনু

তামিমের প্রাইম ব্যাংকের কাছে মাহমুদউল্লাহর গাজী গ্রুপের হার


ক্রীড়া প্রতিবেদক: তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে মাত্র ৯ রানে হেরেছে মাহমুদুল্লার গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সোমবার (১৬ মার্চ) মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৫১ রানের সংগ্রহ করে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪২ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫১ রান তুলে নেয়। ৪৭ বল খেলে তামিম করেন মাত্র ১৯ রান। তবে রনি তালুকদার ৭৯ রান ও নাহিদুল ইসলাম, নাঈম হাসানের ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পায় প্রাইম ব্যাংক।

গাজী গ্রুপের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৩ রানে ৩টি উইকেট নেন তিনি। ২ উইকেট শিকার নাসুম আহমেদের।

২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ খেলেন ৬০ বলে ৩২ রানের ইনিংস। ৪৯ করে সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। মুমিনুল (৪২ বলে ২৮), মাহমুদউল্লাহ, আরিফুলরা (৩৬ বলে ২০) বেশি বল খরচ করায় পরের দিকে বিপদে পড়েছে গাজী গ্রুপ।

শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও মেহেদী হাসান প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলকে জয়ের বন্দরে পৌছাতে পারেননি।

দলের হয়ে আকবর ২৮ বলে করেন ৩১ রান ও মেহেদী ৪৯ বলে ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৬ রানে অপরাজিতই থেকে যান।

মাহমুদউল্লাহ রিয়াদ গাজী গ্রুপের পক্ষে বল হাতে সবচেয়ে সফল হলেও ব্যাটিংয়ে তেমন সফলতা দেখাতে পারেননি।

এমআইআর/এডিবি