ন্যাভিগেশন মেনু

তালেবানদের প্রশংসাকারী ভারতীয় মুসলমানরা বেশি ভয়ঙ্কর: নাসিরুদ্দিন শাহ


সোশ্যাল মিডিয়ায় ‘ভারতীয় মুসলিম’দের কিছু অংশের কড়া সমালোচনা করে বর্ষীয়ান বলিউড অভিনেতা নাসিরুদ্দিন বলেছেন, বর্বর তালেবানদের প্রশংসা করা ভারতীয় মুসলমানরা তালেবানদের থেকে বেশি ভয়ঙ্কর।

বুধবার (১ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। যেখানে তাকে ভারতীয় মুসলমানদের তীব্র সমালোচনা করতে দেখা যায়।

যারা তালেবানদের ‘জয়’ নিয়ে আনন্দোৎসবে মেতেছে তাদের উদ্দেশ্যে নাসিরুদ্দিন বলেন, ‘ভারতীয় মুসলমানদের এবার নিজেদের প্রশ্ন করা উচিত, তারা তাদের ধর্ম সংস্কার করতে চায় নাকি পুরনো বর্বরতার সাথে বসবাস করতে চায়।’

সঙ্গে সমাজের পক্ষে এটা যে ভয়ংকর একটা দিক, সেটাও নিজের ভিডিও বার্তায় তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা পুনর্দখল গোটা বিশ্বের কাছে যেমন উদ্বেগের বিষয়, তেমনি এই বর্বরদের ফিরে আসায় ভারতীয় মুসলমানদের কিছু অংশের উচ্ছ্বাস-উদযাপনও কম বিপদের নয়।’

আন্তর্জাতিক রাজনীতির মঞ্চ এখন তোলপাড় আফগানিস্তান প্রসঙ্গে। দেশ ছেড়ে পালাতে না পেরে কেউ নিজের সন্তানদের তুলে দিচ্ছেন মার্কিন সৈনিকদের হাতে, তো কেউ প্লেনের চাকায় নিজেকে বেঁধে রেখে পালাতে গিয়ে ওপর থেকে পড়ে মারা যাচ্ছেন, হাড় হিম করা সেসব ঘটনা প্রত্যক্ষ করে সকলেই ভয় পেয়েছেন। অনেকেরই আশঙ্কা আজ যা সেই দেশের সঙ্গে হচ্ছে, কাল তো তা যে কোনও দেশের সাথেই হতে পারে। সুত্র: হিন্দুস্তান টাইমস

সিবি/এডিবি/