ন্যাভিগেশন মেনু

তালেবানের ওপর হামলার দাবি করেছে আইএস


আফগানিস্তানে তালেবানের গাড়ি বহরে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে উগ্রবাদী ইসলামিক স্টেট গ্ৰুপ (আইএস)।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আইএস জঙ্গি গ্ৰুপের প্রচার শাখা,'আমাক' সংবাদ সংস্থার মাধ্যমে তারা এই দাবি জানায়।

জালালাবাদে শনিবার ও রবিবারের হামলায় তালেবান যোদ্ধাসহ অন্তত ৮জন নিহত হয়।

আইসিস গোষ্ঠীর এই হামলা তাদের দীর্ঘকালের প্রতিদ্বন্দ্বী তালেবানের বিরুদ্ধে হুমকি বৃদ্ধির ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। 

যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনা প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালিবান গোষ্ঠী।

আফগানিস্তান শাসন করতে তালেবান এখন নানাবিধ অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। এরই মাঝে আইএসএর হামলা তাদের আরও বেশি জটিল করে তুলবে।

আফগানিস্তানে বিদেশি সেনা আসার আগে থেকেই তালেবান ও আইএস একে অপরের শত্রু ছিল।

দুটি দলই ইসলামের কঠোর শরিয়া আইন প্রবর্তনে বিশ্বাসী। তবে তালেবান এখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ রক্ষায় মনোযোগ দিয়েছে, অন্যদিকে আফগানিস্তানে এবং অন্যত্র আইএস-এর সহযোগীরা জিহাদের ডাক দিয়েছে।

এডিবি/