ন্যাভিগেশন মেনু

কাশ্মির থেকে ১০ হাজার আধাসামরিক বাহিনী সরাচ্ছে ভারত


ভারত শাসিত জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় সেনা মোতায়েন করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। এবার এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ১০ হাজার আধাসামরিক বাহিনীর সেনাকে সরিয়ে নিচ্ছে ভারত।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ আদেশ জারি করা হয়।

কেন্দ্রশাসিত অঞ্চল দুটিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী কিংবা সিএপিএফের মোতায়েনের বিষয়টি পর্যবেক্ষণ করার পর এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, ‘তাৎক্ষণিকভাবে জম্মু-কাশ্মির থেকে সিএপিএফের ১০০ কোম্পানিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আবার তাদের আগের স্থানে ফিরিয়ে নেওয়া হবে।’

প্রসঙ্গত, ভারত শাসিত জম্মু-কাশ্মিরে গত বছরের আগস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। গত কয়েক মাস ধরে নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে ধীরে ধীরে সব নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত। তবে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য এখনও সেখানে মোতায়েন করে রেখেছে তারা।

এমআইআর/এডিবি