ন্যাভিগেশন মেনু

তাড়াশে চাঞ্চল্যকর মতিন হত্যা মামলার ৫ আসামি আটক


সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্যকর মোবাইল ফোন মেকানিক মতিন হত্যার ৫ আসামিকে আটক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে উপজেলার গুল্টা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

দীর্ঘ ২ মাস ৮ দিন অধিকতর তদন্ত করে পিবিআই এই হত্যা মামলার আসামিদের আটক করে।

আটককৃতরা হলো - উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের রাজকুমার, শ্রী নিরেন, শৈলেন কুমার, রাহুল সরকার ও তালম পান্ডুরা গ্রামের আরিফুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ জুন (বুধবার) সকালে গুল্টাবাজার দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে একদল কিশোর ফুটবল খেলছিলেন। হঠাৎ তাদের বলটি বিদ্যালয়ের নলকুপ ও পায়খানার প্রাচীরের মধ্যে চলে যায়। এ সময় তারা বল খুঁজতে গিয়ে লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে বিষয়টি জানায়। পরবর্তীতে হত্যার রহস্য উদঘাটনে থানা পুলিশ থেকে সিআইডি এবং পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেওয়া হয়।

নিহত আব্দুল মতিন (৪০) উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্মপাড়া গ্রামের মৃত ফজলার হোসেন ছেলে।

এমএসএম/সিবি/এডিবি/