ন্যাভিগেশন মেনু

তাড়াশে স্কুল খোলার দিনেই শ্লীলতাহানীর শিকার এসএসসি পরীক্ষার্থী


সিরাজগঞ্জের তাড়াশে দেড় বছর পর খোলার দিনেই স্কুল থেকে ফেরার পথে বখাটে কর্তৃক শ্লীলতাহানীর শিকার হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পৌনে ১টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বারুহাঁস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা।

তিনি বিকেল ৪টার দিকে জানান, 'এ ঘটনায় ছাত্রীর অভিভাবকদের পুলিশের সহযোগিতা নিতে পরামর্শ দিয়েছি।'

শ্লীলতাহানীর শিকার স্কুলছাত্রীর অভিভাবকরা জানান, বারুহাঁস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী রবিবার সকালে ক্লাস করতে স্কুলে আসে। পরে দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বারুহাঁস বাজারের তাড়াশ মোড় এলাকায় পৌঁছালে একই ইউনিয়নের দীঘরিয়া গ্রামের আব্দুল মজিদের বখাটে ছেলে আতিকুল ইসলাম আতিক (২২) ওই স্কুলছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানী করে। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার করলে তার সাথে থাকা সহপাঠীরা এগিয়ে এসে তাকে রক্ষা করে। পরে বখাটে আতিক ওই স্কুলছাত্রীর মুখ এসিডে ঝলসে দেওয়া ও সহপাঠীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। 

পরে শ্লীলতাহানী শিকার স্কুলছাত্রী ও তার সহপাঠীরা স্কুলে ফিরে গিয়ে বিষয়টি বিদ্যালয়ে উপস্থিত শিক্ষকদের জানান। 

তারপর কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী ও ওই স্কুলছাত্রীর অভিভাবকরা তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিমকে শ্লীলতাহানীর বিষয়টি মৌখিকভাবে তাকে জানান। এরপর ইউএনও তাৎক্ষণিকভাবে তাড়াশ থানার ওসিকে বখাটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, 'আমি ওই স্কুলছাত্রীর অভিযোগটি গ্রহণ করে থানার সেকেন্ড অফিসারকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।'

এমএসএম/এডিবি/