ন্যাভিগেশন মেনু

তিতাসের আরও ৪ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ


অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় বেলা সাড়ে ১১টা থেকে দুদকে উপপরিচালক নূরুল হুদা, সহকারি পরিচালক সিলভিয়া ফেরদৌসি এবং উপসহকারী পরিচালক আফনান কেয়া তাদের জিজ্ঞাসাবাদ করছেন। 

যে চারজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন, তিতাসের কর্পোরেট ডিভিশনের মহাব্যবস্থাপক মাহমুদুর রব, পার্সেল শাখার ব্যবস্থাপক হাসিবুর রহমান, উপব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান।

এর আগে রবিবার (৫ সেপ্টেম্বর) তিতাসের আরও তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এরা হলেন, তিতাসের সিবিএ সহসভাপতি ও সিনিয়র অফিস সহকারী জাকির হোসেন, সিনিয়র সুপারভাইজার হারুণ আল রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন।

গত ২৩ আগস্ট তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ১০ জনের বক্তব্য গ্রহণ করা হয়েছে। বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহকৃত রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে।

এছাড়া বাকি ২০ কর্মকর্তা-কর্মচারীকে ৫-৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করে দুদক।

সিবি/ওআ