NAVIGATION MENU

তুরস্ক-গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ২৬


তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ৮০০ জনের বেশি।

শনিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিখোজদের উদ্ধারে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ধ্বংসস্তুপ থেকে এখন পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে এখনো কতজন আটকা আছে তা নিশ্চিত নয় বলে খবরে বলা হয়েছে।

এ বিষয়ে ইজমিরের মেয়র সিএনএনকে জানিয়েছে, ‘ভূমিকম্পে তুরস্কের পশ্চিম উপকূলীয় অঞ্চলে ২৪ জনের প্রাণহানি ঘটে। অন্যদিকে গ্রিসের সামোস দ্বীপে একটি দেয়াল ধসে নিহত হয়েছে দুইজন। তুরস্কের ইজমির প্রদেশেই সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ৩০ লাখ লোকের বসবাস।‘

তিনি জানান, ‘সেখানে ভূমিকম্পের ফলে ২০টি বিল্ডিং বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন ছবিতে দেখা গেছে, ধসে পড়া বিল্ডিংয়ের নিচে অনেক গাড়ি ভেঙ্গে-চুরমার অবস্থায় আছে।’

এমআইআর/ওআ