NAVIGATION MENU

তুরস্ক-গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৭৬


তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২ নভেম্বর) তুরস্কের জরুরি অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

অধিদপ্তর জানায়, ‘ইজমিরে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় মোট ৭৬ নাগরিক প্রাণ হারিয়েছে। এতে আহত ৯৬২ জনের মধ্যে ৭৪৩ জনকে বিভিন্ন হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এখনো ২১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছে।’

এর আগে শনিবার ইজমিরের মেয়র সিএনএনকে জানিয়েছিল, ‘ভূমিকম্পে তুরস্কের ইজমির প্রদেশেই সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ৩০ লাখ লোকের বসবাস। ইজমিরের কমপক্ষে ২০টি ভবন ধসে পড়ে।‘

এমআইআর/ওআ