ন্যাভিগেশন মেনু

তৃণমূলে ফিরলেন মুকুল রায়, সঙ্গে ছেলে শুভ্রাংশু


ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরেক অধ্যায়ের শুরু। সকল জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছেড়ে প্রায় তিন বছর নয় মাস পর তৃণমূলে ফিরেলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়।

শুক্রবার (১১ জুন) বেলা ২টা ৪৯ মিনিটে তৃণমূল ভবনে পৌঁছান মুকুল রায় ও তার ছেলে শুভ্রাংশু রায়।

এর কিছুক্ষণ পর তৃণমূল ভবনে পৌঁছান দলনেত্রী ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এ সময় মুকুল রায় ও তার ছেলে শুভ্রাংশু রায়কে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ঘরের ছেলে ঘরে ফিরলো।'

মুকুলের প্রত্যাবর্তন প্রসঙ্গে মমতা আরও বলেন, 'দল আমাদের শক্তিশালী। আমরা ঐতিহাসিক জয় পেয়েছি। মুকুল মানসিক শান্তি পেলো। মুকুল আমাদের ঘরের ছেলে। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। বিজেপি করা যায় না। বিজেপিতে অনেক শোষণ।'

মুকুল প্রসঙ্গে মমতা আরও বলেন, 'মুকুল স্বেচ্ছায় দলে ফিরেছে। মুকুল কখনও খারাপ কথা বলেননি।'

একইসঙ্গে মমতা বলেন, 'গদ্দারদের দলে নেবো না।' তবে আগামী দিনে আরও অনেকে তৃণমূলে ফিরবেন বলে জানিয়ে দিলেন মমতা।

পুরনো দলে ফিরেই প্রাক্তন দল নিয়ে মুকুল রায় বলেন, 'বিজেপি করতে পারছিলাম না, করবো না তাই তৃণমূলে।' একইসঙ্গে তিনি বলেন, কেন ছাড়লাম পার্টি তা বিস্তারিতভাবে লিখিত জানাবো।

এডিবি/