ন্যাভিগেশন মেনু

তেঁতুলিয়ার এই কালভার্টটি এখন মরনফাঁদ!


পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সর্দারগছ বালাবাড়ি থেকে বুড়াবুড়ি পর্যন্ত কাঁচা সড়কের একটি কালভার্ট ভেঙে কূয়ায় পরিণত হয়েছে। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারীদের কাছে এই কালভার্টটি এখন মরনফাঁদে পরিণত হয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার ৭টি গ্রামের লোকজন। কালভার্টটি ভেঙে গিয়েছে প্রায় দুইবছর হলো। বর্তমানে পথচারীদের বিপদসীমা বুঝানোর জন্য কালভার্ট ভেঙে কূয়ায় পরিণত জায়গাটিতে বাঁশের আকালি দেওয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই রাস্তা দিয়ে সর্দারগছ, নওয়াগছ, কালদাসপাড়া, ডাঙ্গি বালাবাড়ি, কাটাপাড়া, নারায়নগঞ্জ ও বুড়াবুড়ি গ্রামের লোকজন চলাফেরা করেন। এখানকার ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, ভটভটি ও অন্যান্য যানবাহনগুলো জীবনের ঝুঁকি নিয়ে কালভার্টটি পার হচ্ছে। ভারি কোন যানবাহন চলাচল করতে পারছে না।

এছাড়া এই গ্রামগুলোর অধিকাংশ লোকই কৃষিজীবী। ভাঙা কালভার্টের কারণে তাদের উৎপাদিত পণ্য পরিবহণে ব্যাঘাত হচ্ছে। ফলে ফসল উৎপাদন করে লোকসান গুনতে হচ্ছে প্রায় দু’বছর ধরে।

পঞ্চগড়-তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের সাথে সংযুক্ত একমাত্র সড়কটির কালভার্ট ভেঙে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকার মানুষদের চলাচল করতে হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় প্রতিনিধিদের অবহিত করেও কোনো প্রতিকার পায়নি স্থানীয় বাসিন্দারা। এসব এলাকাবাসী দাবি দ্রুত ভাঙা কালভার্টটি নতুন করে তৈরী করা হউক এবং সর্দারগছ বালাবাড়ি থেকে বুড়াবুড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করা হউক।

এ ব্যাপারে ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তারেক হোসেন জানান, `জনদূর্ভোগের বিষয়টি চিন্তা করেই সর্দারগছ-বুড়াবুড়ি রাস্তার ভাঙ্গা কালভার্টটি নতুন করে তৈরীর জন্য ব্যবস্থা নিবেন। পরবর্তী বরাদ্দ পেলেই অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তা পাকাকরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।‘

এমআইআর/এডিবি