ন্যাভিগেশন মেনু

তেঁতুলিয়ার তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস


দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে বাতাস ও ঘন কুয়াশায় আবারও জেঁকে বসেছে শীত। তাপমাত্রা নেমে গেছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা আজ আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তীব্র শীতে দিনমুজুর মানুষ পড়েছে চরম দুর্ভোগে। অনেক খেটে খাওয়া মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজ করতে পারছেন না। শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তার পাশে আগুন জ্বালিয়ে মানুষ শীত নিবারণের চেষ্টা করছেন। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সংবাদমাধ্যমকে জানান, পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এবং কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করেছে। শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এডিবি/