ন্যাভিগেশন মেনু

তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩. ৯ ডিগ্রি


গত কয়েকদিনে তাপমাত্র কমেছ দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ে। রীতিমতো শীতে কাপছে এই জেলার মানুষ। আজ সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়স, যা সারাদেশের মধ্যে সর্ব নিন্ম তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

আজ শুক্রবার (২২ নভেম্বর ) আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।

আবহাওয়া  অফিস বলছে, দিনের তাপমাত্রা ঠিক থাকলেও সন্ধ্যা নামতেই কমতে থাকে তাপমাত্রা। আর তাই  উষ্ণতা পেতে ইতোমধ্যে স্থানীয়রা ব্যবহার শুরু করেছেন গরম কাপড়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় অন্যান্য জেলার তুলনায় পঞ্চগড়ে অনেক আগেই শীত নামে।

প্রসঙ্গত,  আজ দেশে সর্বোচ্চ ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এছাড়াও আবহাওয়া অফিস জানিয়েছে, শেষরাত থেকে ভোর রাত পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কোয়াশা পরতে পারে।

ওয়াই এ / ওআ

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://ajkerbangladeshpost.com