ন্যাভিগেশন মেনু

তেঁতুলিয়ায় মাইক্রোবাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২


পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আট জন আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাঝিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের নাম স্বপন চন্দ্র রায় (২৫)। তিনি তেঁতুলিয়া উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়নের বুড়িমুটকি এলাকার তুলেশ রায়ের ছেলে। অপরজন ইয়াসমিন আক্তার (৪০)। তিনি তেঁতুলিয়া সদর ইউনিয়নের বেহারীপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাসের যাত্রীরা দাওয়াত খেয়ে তেঁতুলিয়ায় ফেরার পথে শালবাহান ইউনিয়নের শালবাহান রোড মাঝিপাড়া এলাকার গ্রীন কেয়ার টি ফ্যাক্টরির সামনে গেলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ওই মাইক্রোবাসের চালক স্বপন চন্দ্র রায় ও ইয়াসমিন আক্তার নিহত হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি -তদন্ত) আবু সাঈদ চৌধুরী  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

এমতোআই/ ওয়াই এ/ এমআইআর