ন্যাভিগেশন মেনু

তেঁতুলিয়ায় ৫ম দিনের মতো সর্বনিম্ন তাপমাত্রা


দেশের সর্ব উত্তোরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ৫ম দিনের মতো সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এ জেলার কাছাকাছি হিমালয় পর্বত হওয়ায় এখানে প্রতিবছরই শীত অনেক আগেই নেমে আসে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টায় দেশের মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষেণ কেন্দ্র জানান, বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুম ও  সারাদেশের  মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

সিবি/এডিবি