ন্যাভিগেশন মেনু

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ৯৫তম জন্মদিন আজ


আদিবাসী কৃষকদের দাবি আদায়ে তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী নাচোলের 'রানী মা' খ্যাত ইলা মিত্রের ৯৫তম জন্মদিন ১৮ অক্টোবর।

১৯২৫ সালের আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি । তার পৈতৃক বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। বাবা নগেন্দ্রনাথ সেন অবিভক্ত বাংলার ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল ছিলেন।

ইলা সেন কলকাতার বেথুন কলেজ থেকে বিএ ও পরে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।

বেথুন কলেজের ছাত্রী থাকাকালে সনাতনপন্থি হিন্দুদের হিন্দু কোড বিলের বিরোধিতা করে মহিলা সমিতির সক্রিয় সদস্য হিসেবে নারী আন্দোলনে পদার্পণ করেন ইলা সেন।

১৯৪৫ সালে নবাবগঞ্জের জমিদারপুত্র প্রখ্যাত কমিউনিস্ট রমেন্দ্র মিত্রের সঙ্গে রাখিবন্ধনে আবদ্ধ হন ইলা সেন এবং ইলা মিত্র নাম ধারণ করেন।

মাত্র ১৮ বছর বয়সেই ইলা সেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভের মাধ্যমে বিপ্লবের দীক্ষা গ্রহণ করেন।

কমিউনিস্ট নেত্রী ইলা মিত্রের নেতৃত্বে ১৯৪৬-৪৭ সালে ফসলের দুই-তৃতীয়াংশের ওপর কৃষকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলার ১৯টি জেলায় গড়ে ওঠে তেভাগা আন্দোলন। রাজশাহীর নাচোল অঞ্চলে কৃষকদের সংগঠিত করায় তিনি অবিস্মরণীয় ভূমিকা রাখেন। এ কারণে তিনি পাকিস্তান সরকারের হাতে নির্যাতিত হন। ইলা মিত্র ছিলেন কৃষক, সাঁওতালসহ আদিবাসীদের ‘রানী মা’।

২০০২ সালের ১৩ অক্টোবর কলকাতায় পরলোকগমন করেন তিনি।

এস এ /এডিবি