ন্যাভিগেশন মেনু

থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১৭


থাইল্যান্ডে একটি ট্রেনের সাথে বাসের ধাক্কায় কমপক্ষে ১৭ জন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বাসের যাত্রীরা বৌদ্ধ ধর্মাবলম্বীর একটি সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে চাচোয়েনসাগো প্রদেশের একটি মন্দিরে যাচ্ছিলেন।

রবিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজধানী ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রদেশের গভর্নর মৈত্রী ত্রিটিলানড সাংবাদিকদের বলেছেন, বাসটিতে ৬৫ জন যাত্রী ছিল। এ ঘটনায় প্রায় ২৯ জন আহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা জানায়, ট্রেনের ট্র্যাকের মধ্যে এবং আশেপাশে মৃতদেহগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল।

বাসটি রেল লাইনের পাশেই উল্টে যায়, এর সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। হতাহত ও আহতদের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে জেলা চিফ অফিসার প্রথুয়েং ইউকাসেম জানান, ‘তখন বৃষ্টি হচ্ছিলো তাই সম্ভবত চালক ট্রেনটি দেখতে পাননি’

এমআইআর/এডিবি