ন্যাভিগেশন মেনু

থুতনিতে বন্দুক ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে উড়ে গেলো মাথার খুলি


সেলফি বা নিজস্বী যাই বলুন, বর্তমান সময়ে এটি যেন আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যাচ্ছে। স্মার্টফোন ব্যবহার করেন অথছ সেলফি তুলেননি এমন মানুষ খুঁজে পাওয়া বোধহয় মুশকিলই হবে। কিন্তু এই সেলফি তুলতে গিয়ে নিজের জীবন বাজি রাখতেও অনেকে দ্বিধা করেন না। এতে প্রাণ হারানোর ঘটনাও ঘটছে অনেক।

এমনই একটি ঘটনার সাক্ষী থাকলো ভারতে উত্তরপ্রদেশের হারদুই অঞ্চলের মানুষ। রাধিকা গুপ্তা নামে এক নারী থুতনিতে বন্দুক ঠেকিয়ে দুঃসাহস দেখাতে গিয়ে জীবন দিয়ে মূল্য চোকাতে হল তাকে।

ভারতের সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, গুলিভর্তি বন্দুক নিয়ে ছবি তুলতে চেয়েছিলেন তিনি। অসাবধানতাবশত ট্রিগারে চাপ দিয়ে ফেলেন। বন্দুক থেকে গুলি বেড়িয়ে উড়ে গেলো মহিলার মাথার খুলি। এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা এখন থমথমে। আচমকা গুলি চললো কী করে! ভেবে কূল পাচ্ছে না পুলিশও।

লখনউয়ের হরদই অঞ্চলের বাসিন্দা রাধিকা গুপ্তা হাতে বন্দুক নিয়ে একখানা ছবি তুলতে চেয়েছিলেন। যোগীরাজ্যে এমন ছবি তোলার হিড়িক নতুন কিছু নয়। সেখানে সাদারণত বিয়ের অনুষ্ঠানে অনেকেই প্রকাশ্যে গুলি চালান। আবার কখনও স্রেফ শখের জন্য কেউ বন্দুক হাতে ছবি তোলেন। বন্দুক জিনিসটা উত্তরপ্রদেশে সাধারণ ব্যাপার। আর সেই মহিলাও তাই বন্দুক হাতে নিয়ে ছবি তুলে রাখতে চেয়েছিলেন।

জানা গেছে, রাধিকা গুপ্তা সেলফি তুলতে চেয়ছিলেন। বন্দুকের কার্তুজ তিনি বের করে রাখেননি। গুলিসমেত বন্দুক এক হাতে তুলে নেন। তার পর বন্দুকের নল রাখেন থুতনিতে। আরেক হাতে মোবাইল নিয়ে সেলফি তুলতে যান। তখনই অসাবধানতাবশত গুলি বেরিয়ে সোজা লাগে তার থুতনিতে। খুলি উড়ে যায় তার।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ২৬ বছর বয়সী রাধিকার বিভিন্ন পোজে সেলফি তোলার শখ। এদিন শ্বশুরের বন্দুক নিয়ে তিনি এদিন সেলফি তুলতে চেয়েছিলেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছিটকে আসা গুলি তার খুলি ফুটো করে বেড়িয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান রাধিকা। গত মে মাসে বিয়ে হয়েছিল রাধিকার। 

এলাকায় পঞ্চায়েত নির্বাচনের জন্য ১২-বোর একনলা বন্দুকটি এতোদিন থানায় জমা ছিল। বৃহস্পতিবার সেই বন্দুক ফেরত পান রাধিকার শ্বশুর। 

রাধিকার ঘর থেকে গুলির শব্দ শুনে ছুটে যান পরিবারের লোকজন। রক্তাক্ত রাধিকাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেক। রাধিকার মৃতদেহের পাশেই পড়ে ছিল মোবাইল। তবে, বন্দুক নিয়ে একটি সেলফি তিনি তুলতে পেরেছিলেন।

এডিবি/