ন্যাভিগেশন মেনু

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাঙ্গনে ৭ জনের করোনা সনাক্ত


এবার করোনার হানা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আঙ্গনেও। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে আক্রান্তের তালিকায় কোনও ক্রিকেটার আছেন কি না, সে বিষয়টি স্পষ্ট করা হয়নি।

দেশটিতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের অনুমতি দেওয়ার কথা রয়েছে। তার আগে সরকার জানিয়ে দিয়েছিল, করোনা পরীক্ষা করতে হবে। নির্দেশনা অনুযায়ি প্রোটিয়া বোর্ডও পরীক্ষার উদ্যোগ নেয়।

এরই প্রেক্ষিতে বোর্ড কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মী, চুক্তিবদ্ধ খেলোয়াড় ও ট্রেনিং স্কোয়াডের সদস্যরাও ছিল কভিড-১৯ পরীক্ষার আওতায়। এতে প্রাথমিকভাবে ১০০ জনের শরীরে করোনা পরীক্ষা করা হলে ৭ জনের শরীরে করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হয়।

এ বিষয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকুয়েস ফল বলেন, ‘১০০ জনের বেশি মানুষের শরীরে পরীক্ষার পর ৭ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি খুবই নগণ্য।’

তিনি বলেন, ‘আমাদের মেডিকেল প্রোটোকল অনুযায়ি, ব্যক্তিগতভাবে কারও পরিচয় প্রকাশ করতে পারছি না।’

প্রসঙ্গত, দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৫৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯১ জনের।

এমআইআর/এডিবি