ন্যাভিগেশন মেনু

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো উত্তরা গণভবন


দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে নাটোর উত্তরা গণভবন।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উত্তরা গণভবন উন্মুক্ত করে দেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বিসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে সকল দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।

জেলার প্রধান সৌন্দর্যমন্ডিত এই স্থাপনাটি খুলে দেওয়ায় এখন থেকে দর্শনার্থীরা গণভবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অপরদিকে সরকার পাবে রাজস্ব।

করোনা সংক্রমণের কারণে গত ১৯ মার্চ থেকে নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এখন থেকে টিকিটের বিনিময়ে আগের নিয়মেই দর্শনার্থীরা গণভবন পরিদর্শন করতে পারবেন।

কে আর/ এস এ /এডিবি