ন্যাভিগেশন মেনু

দর্শনায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ২


চুয়াডাঙ্গার দর্শনায় কুড়ালগাছি গ্রামে চাঁদাবাজির ঘটনায় মাসুদ রানা ও মানিক নামের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

রবিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে তাদের আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুড়ালগাছি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুনের অভিযোগে জানা যায়, নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে একই গ্রামের মতলেব হোসেনের ছেলে একাধিক মামলার আসামী মাসুদ রানা, খোকার ছেলে মানিক গত ৫ আগস্ট ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। তারা পুনরায় সেলিনার কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রবিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে টাকা আনতে গেলে দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। 

এ ঘটনায় সেলিনা খাতুন বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে দর্শনা থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ কাছ থেকে চাঁদার ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এনআই/এডিবি/