ন্যাভিগেশন মেনু

দর্শনায় শহিদুল হত্যার প্রধান আসামী গ্রেপ্তার


চুয়াডাঙ্গার দর্শনায় ঈশ্বরচন্দ্রপুরে শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামী সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ আগস্ট) দিবাগত রাত পৌনে ৪টার দিকে দর্শনা থানা পুলিশ ঝিনাইদহ জেলার মহেশপুর ধানার মানিকদিহি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম দর্শনা থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে দর্শনা থানা পুলিশ ঝিনাইদহের মহেশপুর ধানাধীন মানিকদিহি গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী সুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল, তদন্ত কর্মকর্তা শেখ মাহাবুর রহমান।

প্রসঙ্গত, দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে গত ৩১ জুলাই দুপুর ১টার দিকে দুই বন্ধু সুজন ও জাকিরের মধ্যে তাদের বাবাকে ব্যঙ্গ করার সূত্র ধরে বাকবিতণ্ডা হয়। পরে এর সঙ্গে যুক্ত হয় আরেক বন্ধু ইলফাজ। পরে ঝগড়ার একপর্যায় সুজন ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে চাকু এনে ইলফাজের বাবা শহিদুলের বুকের আঘাত করলে তার মৃত্যু হয়।

এই ঘটনায় পরের দিন নিহতের মেয়ে আমেনা খাতুন বাদি হয়ে সুজনকে প্রধান আসামী ও আরও ৫ জনের নাম উল্লেখ করে দর্শনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এন আই/এডিবি/