ন্যাভিগেশন মেনু

দর্শনায় স্বর্ণ চোরাচালানের গডফাদার কাউন্সিলর বিল্লাল আটক


চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণসহ তিনজন আটকের মামলায় দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর চোরাচালাননির গডফাদার বিল্লাল হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। 

বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জীননগর উপজেলার নারায়নপুরের শশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে বিল্লাল গ্রেপ্তারের খবরে সিন্ডিকেটের বাকি সদস্যরা গা ঢাকা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে তিন টার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল গেট এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৭-৮৩৩২) থেকে চালক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনা শ্যামপুরের নুর ইসলামের ছেলে বাপ্পী (৩০), চুয়াডাঙ্গা সদরের বনানীপাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩৫) ও মাদারীপুর জেলার জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদারকে (৩২) আটক করে। আটকের পর তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে সিটের নিচ থেকে বিশেষ কায়দায় রাখা স্বর্ণালঙ্কারের ৬টি বান্ডেল উদ্ধার করে পুলিশ। আটক আসামিদের স্বীকারোক্তি মোতাবেক মামলার এজাহারভুক্ত আসামি এই স্বর্ণালঙ্কার চেরাচালানের হোতা দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেনসহ  আরও অনেকের নাম প্রকাশ করে তারা।

এ বিষয়ে ওসি আলমগীর কবির জানান, বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণ চােরাচালান মামলার এজাহারভুক্ত আসামি দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেনকে তার শ্বশুরবাড়ি জীবননগর উপজেলার নারায়নপুর গ্রাম থেকে আটক করা হয়। আটকদের আদালতে সোপর্দ করে  রিমান্ডের আবেদন করা হয়েছে।

এন আই/এডিবি/