চুয়াডাঙ্গার দর্শনা আর্ন্তজাতিক রেল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে আপাতত পেঁয়াজের চালান আর ভারত থেকে আসবেনা বলে জানা গেছে।
মূহর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়তেই প্রতি কেজি ৪০ টাকার পেঁয়াজ এখন ৮০/৮৫ টাকা দরে কিনতে হচ্ছে। কৃত্রিম সংকট দেখা দিয়েছে। বেশী লাভের আশায় পিয়াজ কেউ কেউ গুদামজাত করছে বলেও শোনা যাচ্ছে।
এ বিষয়ে দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট ও আমদানিকারক রফিকুল ইসলাম জানান, ‘সোমবার ১৬ শ ৫৩ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে ভারতের একটি ইঞ্জিনসহ র্যাক (৪২ ওয়াগন) দর্শনা বন্দরে প্রবেশ করে। ভারতীয় পেঁয়াজ ভর্তি ৪২টি ওয়াগনের মধ্যে ১০টি ওয়াগন দর্শনা বন্দরে খালাস করা হয়, বাকি ওয়াগনগুলো নওয়াপাড়ার উদ্দেশ্যে পাঠানো হয়।’
তিনি বলেন, ‘মঙ্গলবার থেকে আপাতত ভারত থেকে দর্শনা হয়ে পেঁয়াজ রপ্তানি করবে না বলে ভারতীয় সিঅ্যান্ডএফ, এক পত্রে আমাদেরকে জানিয়েছে। দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু ভারতীয় সিঅ্যান্ডএফ এর পক্ষ থেকে আমাদের এ খবরটি জানিয়েছেন।’
দর্শনা আর্ন্তজাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত হোসেন বলেন, ‘চলতি বছরের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের ১৪ তারিখ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ রপ্তানি অব্যাহত রয়েছে, তবে ভারত থেকে পেঁয়াজ আসবে না এমন কোনো নির্দেশনা কর্তৃপক্ষ আমাদেরকে জানায়নি।’
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, ‘বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, তাছাড়া বাজার নিয়ন্ত্রণের জন্য মনিটরিং ব্যবস্থা চলমান রয়েছে।’
এনআই/এমআইআর/এডিবি