ন্যাভিগেশন মেনু

দলীয় রাজনীতি বন্ধ করে ডাকসু দাবি ঢাবি শিক্ষার্থীদের


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। 

আজ শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন। 

এসময় তারা শিক্ষক ও ছাত্ররাজনীতির বিরুদ্ধে “আমার ক্যাম্পাস, আমার আলয়, আর নয় দলীয় কার্যালয়”, “দলীয় রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”, “গোলামী দাসত্ব, চলবে না চলবে না,” সহ নানা স্লোগান দেন। 

আন্দোলনের সমন্বয়ক, সানজানা ইতি বলেন, “ আমরা ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী সরকারের পতন ঘটিয়ে স্বাধীনতা লাভ করেছি।কিন্তু, আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা এখনো আসেনি। ক্যাম্পাসে এখনো দলীয় রাজনীতি আছে। তাই,আমাদের দাবি অনতিবিলম্বে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে।” 

মানববন্ধনে রাইফুর রহমান রাজীব বলেন,“ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন দলীয় রাজনীতি চায় না। আমরা অনতিবিলম্বে দলীয় রাজনীতি নিষিদ্ধ চাই। এ ক্যাম্পাসে আর শিক্ষক - কর্মকর্তা - কর্মচারী সহ সকল দলীয় রাজনীতির কবর দিতে চায়।”