ন্যাভিগেশন মেনু

দলের সাফল্যের জন্য চেষ্টা করবো: তামিম


বাংলাদেশ দলকে ওয়ানডে নেতৃত্ব দিয়েছেন অনেকেই। তবে একদিনের ম্যাচের এ সংস্করণে বাংলাদেশ দল ধারাবাহিক সাফল্য পেয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজার নেতৃত্বে। 

মাশরাফির পর অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম ইকবাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, আমি খুব এক্সপেরিয়েন্সড ক্যাপ্টেন না। আমার প্রতি বিশ্বাস রাখবেন ও আমাকে কিছুটা সময় দিবেন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন বাংলাদেশ দলপতি।

তিনি বলেন, ‘অবশ্যই আমি দলের সাফল্যের জন্য চেষ্টা করবো। তবে আমার কাছে (মাশরাফির মতো) আশা করেন তাহলে এটা আমার জন্য অবিচারই বলতে হবে। সত্যি কথা বলতে আমি খুব এক্সপেরিয়েন্সড ক্যাপ্টেন না। আমি অনেক জায়গায় ক্যাপ্টেন্সি করেছি। আমার প্রতি বিশ্বাস রাখতে হবে, আমাকে কিছুটা সময় দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘নরামালি ক্যাপ্টেন্সি কেউ নিলে ব্যাটিং পারফরম্যান্স খারাপ হয়ে যায়। আমি নিজেও জানি না ছয় মাস পর বা এক বছর পর কীভাবে আমার পারফরম্যান্স করবো। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাকে কিছুটা সময় নিতে হবে। আপনাদেরও একটু ধৈর্য ধরতে হবে।’

উল্লেখ্য, রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় বোর্ড মিটিংয়ের পর অধিনায়ক হিসেবে তামিমের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমের অধিনায়কত্বের মিশন শুরু হবে আগামী ১ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে।

এখন পর্যন্ত ২০৭ ওয়ানডে খেলা তামিম নেতৃত্ব দিয়েছেন মাত্র তিনটি ওয়ানডেতে। ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ছিলেন এই বাঁহাতি ওপেনার।

এমআইআর/এডিবি