ন্যাভিগেশন মেনু

দশম ও দ্বাদশে নিয়মিত ক্লাস, অন্যদের সপ্তাহে একদিন


ফেব্রুয়ারিতে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়, তাহলে প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে ক্লাসে আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমরা একটি নির্দেশনা দিয়েছি সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে প্রাক প্রস্তুতি; সেটি সম্পূর্ণ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস খুলে দেওয়ার জন্য যা যা প্রস্তুতির প্রয়োজন সেই সমস্ত প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৪ ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেবে। তারপর আমরা অবস্থা বুঝে এবং আমাদের জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী কোনদিন থেকে খুলবো সেটি ঘোষণা করবো।

রবিবার (২৪ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধনী বিল ২০২১ বিলের ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের ওপর এমপিদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে সপ্তাহে যারা একদিন করে ক্লাসে আসবে, সেই দিন সারা সপ্তাহের কাজ নিয়ে যাবে আবার পরের সপ্তাহে এসে সেই কাজ নিয়ে শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করবে। ক্লাস সাইজটা অনেক বড়। অন্যদিকে ২০২১ সালের পরিক্ষার্থী অর্থাৎ দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করবে।

দীপু মনি বলেন, এ বছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী, তারা এক বছর সরাসরি ক্লাস করতে পারেনি। অনলাইন ও টিভিতে অনেকে ক্লাস করেছে। কিছু শিক্ষার্থী একেবারেই ক্লাস করেনি। এ বছরের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। ফেব্রুয়ারিতে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়, তাহলে পরে কয়েক মাস সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পাঠদান শেষে পরীক্ষা নেওয়া যাবে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রেই গাদাগাদি করে আমাদের শিক্ষার্থীদের বসতে হয় সেটি এই মহামারির মধ্যে তো আমরা বসাতে পারবো না। তাদের সেই সামাজিক দূরত্ব বজায় রেখেই বসতে হবে। সেক্ষেত্রে সবাইকে এক সঙ্গে আনার সুযোগই থাকবে না। কাজেই আমরা দশম এবং দ্বাদশকে নিয়ে আসবো তাদের পরীক্ষা দেওয়ার স্বার্থে।

বাকিদের প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে এই কারণেই বলছি, তারা একদিন করে আসবে। যখন দেখবো মহামারি আর সেই অবস্থায় নেই এবং আমাদের শিক্ষার্থীদের আর সংক্রমণের সম্ভাবনা নেই, আশঙ্কা নেই-তখন তারা পুরোদমে ক্লাস করবে সেইরকমই চিন্তাভাবনা রয়েছে।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ঘোষণা আছে।

> বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে: শিক্ষামন্ত্রী

> পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানে ফল প্রকাশের বিল সংসদে পাস

সিবি/এডিবি