ন্যাভিগেশন মেনু

দশম বারের মতো উদ্যোক্তা কোম্পানির স্বীকৃতি পেলো আহমেদ ফুড প্রোডাক্টস


টানা দশম বার 'The BIZZ' কর্তৃক ডিকেড অফ এক্সেলেন্স-২০২১-এ 'উদ্যোক্তা কোম্পানি' হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আহমেদ ফুড প্রোডাক্টস (প্রাইভেট) লিমিটেড।

এছাড়া, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ 'এক্সিলেন্স ইন মার্কেটিং ম্যানেজমেন্ট' হিসেবে সম্মাননা পেয়েছেন।

দ্য বিজ (The BIZZ), যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেসের (ওয়ার্ল্ডসিওবি) তৈরি, যেখানে বিশ্বের ব্যবসায়ী সম্প্রদায়কে নানা সুবিধা দেওয়া হয়, যা তাদের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যায়।

এটি বিভিন্ন অঞ্চলের নেতৃস্থানীয় ব্যবসাগুলোকে একত্রিত করে এবং স্বীকৃতি দেয়, যা তাদের স্থানীয়সহ বিশ্ব অর্থনীতির দৈনন্দিন বৃদ্ধিতে অবদান রাখে। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে আহমেদ ফুড কয়েক দশক ধরে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়ে আসছে। তার প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি নানা আন্তর্জাতিক স্বীকৃতিতে সমৃদ্ধ হয়েছে।

কোভিড-১৯ মহামারিতে যেখানে বেশির ভাগ কোম্পানির প্রবৃদ্ধি ও সম্ভাবনা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, সেখানে আহমেদ ফুড তার ব্যবস্থাপনা পরিচালকের তত্ত্বাবধানে নতুন ব্যবসায়িক কৌশল নিচ্ছেন।

স্থানীয় বাজারে নেতৃত্ব দেওয়া ও বিশ্ববাজারে ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্য নিয়ে মিনহাজ আহমেদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আহমেদ ফুড টিমকেও এ লক্ষ্যের দিকে পরিচালিত করছেন তিনি। ফলে ঝুলিতে এসেছে এসব পুরস্কার।

এক যুগ ধরে আহমেদ ফুড বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপন করছে তার পণ্যের গুনগতমান বজায় রেখে। 

এই সাফল্যের জন্য আহমেদ ফুড ও এর এমডি মিনহাজ আহমেদকে অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

এডিবি/