ন্যাভিগেশন মেনু

দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে ব্র্যাকের আয়োজনে ওয়েবিনার


আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে ওয়েবিনারের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

সোমবার (১৯ অক্টোবর) ব্র্যাক ‘দারিদ্র্যের প্রতিবন্ধকতা জয়: কোভিড-১৯ প্রেক্ষাপটে দারিদ্র্য বিমোচনে নতুন অগ্রাধিকার’ শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করে। 

আয়োজিত ওয়েবিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস, বাংলাদেশের ডেভলপমেন্ট ডিরেক্টর মিস জুডিথ হারবার্টসন, ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও ভুটান) মার্সি মিয়াং টেমবন, ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন উপদেষ্টা সৈয়দ এম. হাশেমী এবং ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের মাইক্রোফাইন্যান্স অ্যান্ড আল্ট্রা-পুওর গ্রাজুয়েশনের ঊর্ধ্বতন পরিচালক শামেরান আবেদ।

ওয়েবিনারের মূল উদ্দেশ্য ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১ অর্জনে সরকারসহ অন্যান্য সহযোগী সংস্থার ভূমিকা; বিশেষত, কভিড-১৯ সময়ে অর্থনৈতিক গতিশীলতা পুনরুদ্ধারের ক্ষেত্রে অতিদরিদ্রদের জন্য গৃহীত বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপার্সন ড. হোসেন জিল্লুর রহমান। একইসাথে দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ে করোনাকালীন সময়ে ব্র্যাকের বিশেষ কার্যক্রমও এই ওয়েবিনারে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ১৭ অক্টোবর ‘আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস’ হিসেবে পালিত হয়ে থাকে।

এডিবি/