NAVIGATION MENU

দিনাজপুরে 'গণপ্রতিনিধিত্ব আদেশ' বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত


দিনাজপুরে অপরাজিতা ডেমোক্রেসিওয়াচ এর “গণপ্রতিনিধিত্ব আদেশ” বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।

গোলটেবিলে দিনাজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎস্নার সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন - দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জায়েদ ইবনে আবুল ফজল, দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান লুলু, দিনাজপুর জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক এ.কে.এম.নওশাদ ফরাদ, ইউনিটি ফর এনজিও’স এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন শাহ্ প্রমূখ।

অপরাজিতা ডেমোক্রেসিওয়াচের কর্মসূচি সমন্বয়কারী ফিরোজ নূরন-নবী যুগল এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন অপরাজিতা ডেমোক্রেসিওয়াচের জেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ কামারুজ্জামান। অপরাজিতা প্রকল্পের প্রেক্ষাপট ও উদ্দেশ্য উপস্থাপন করেন অপরাজিতা ডেমোক্রেসিওয়াচ এর মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কো-অর্ডিনেটর ফয়সাল হাবীব, মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর সদরের শেখপুরা ইউপি’র সংরক্ষিত নারী সদস্য মোছাঃ কুলসুম বানু।

এম,এ এস/এস এ /এডিবি