ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে কোইকা-জিএনবির উদ্যোগে হ্যান্ড ওয়াশ বিতরণ


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্পের উদ্যোগে ইশানিয়া ও নাফানগর ইউনিয়নের ১১ হাজার ১শ’ পরিবারে মাঝে করোনা প্রতিরোধে হ্যান্ড ওয়াশ উপকরন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ইশানিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প, গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপক কর্নেলিউস দালবৎ এর সভাপতিত্বে এসব হ্যান্ড ওয়াশ উপকরণ বিতরণের করেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আবুল বাশাস মোঃ সায়েদুজ্জামান, ইউনিয়ন চেয়ারম্যান উৎপল রায় বুলু, ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহ শামিমা আলম, সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এর যৌথ আর্থিক-সহযোগিতায় জিএনবি’র কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প ২০১৯ সাল থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য দিনাজপুর জেলার বোচাঁগঞ্জ উপজেলার ১নং নাফানগরও ২নং ইশানিয়া ইউনিয়নে কাজ করে যাচ্ছে।

এম.এ.এস/ওআ