ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে পুকুরে ডুবে প্রাণ গেল ২ কিশোরের


দিনাজপুর পৌর এলাকার জুলুমসাগর নামক একটি পুকুরে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই কিশোরের।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে দিনাজপুরের শহরের চাতড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এরা হল- শহরের চাতড়াপাড়া মহল্লার চন্দন রায়ের ছেলে ও সেন্ট যোসেফস স্কুলের দীপু রায় দ্বীপ (১৫) ও মিশনরোড এলাকার মৌলভী আব্দুর রশিদের ছেলে ইলেকট্রিক মিস্ত্রী রাজা (১৯)।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুর ২টায় তারা দুজনেই দিনাজপুর পৌর এলাকার জুলুম সাগর পুকুরে নৌকা নিয়ে ঘুরতে যায়। এ সময় নৌকা থেকে পড়ে যায় স্কুল ছাত্র দ্বীপ। তাকে বাঁচাতে তার সাথে থাকা রাজা নামে ওই যুবক নৌকা থেকে পানিতে নামে। এক পর্যায়ে তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুকুরে ডুবে মৃত্যুবরণ হয়েছে ২ জনের। তবে এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এস এ/ওআ