ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে বজ্রপাতে ৪ কিশোরসহ ৭ জনের মৃত্যু, আহত ৩


দিনাজপুরে পৃথক দুইটি বজ্রপাতের ঘটনায় ৭ শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও তিন জন।

সোমবার (২৩ আগস্ট) প্রথম ঘটনাটি ঘটেছে সাড়ে তিনটার দিকে দিনাজপুরের উপশহরের  ৮ নম্বর ব্লক মাঠ এলাকায়।

এলাকাবাসী জানায়, একটি মাঠের পাশে একটি টংঘরে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই চার কিশোরের মৃত্যু হয়। 

মৃত শিশুরা হলো  মিম (১০), হাসান (১২), সাজ্জাদ (১৩) এবং আপন (১৬)। তাদের বাড়ি ৮ নম্বর নিউটাউন ও রেলঘুন্টি এলাকায়। 

আহত তিনজনের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুহিত ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন হাসপাতালে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহতদের চিকিৎসার খরচ বহন করার ঘোষণা দেন। 

অপরদিকে প্রায় একই সময়ে চিরিরবন্দর উপজেলার শিবপুর গ্রামে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা ওই এলাকায় মাছ ধরছিল। মৃতরা হলেন - গুড়িয়াপাড়ার মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) এবং আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।

চিরিরবন্দর উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েনউদ্দীন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছু মানুষ দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরছিলেন। এ সময় সেখানে বজ্রপাত হলে তিনজনের মৃত্যু হয়। 

এএস/সিবি/এডিবি/