ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে বিকেল হলেই জেঁকে বসছে শীত


দেশের উত্তরের জনপদ দিনাজপুর ও আশেপাশের জেলায় হঠাৎ করেই জেঁকে বসতে শুরু করেছে শীত। বিকেল হলেই অনুভূত হচ্ছে শীত এবং তা অব্যাহত থাকছে সকাল অবধি।

শনিবার (৭ নভেম্বর) সকালে এই অঞ্চলের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালের চাঁদর অথবা গরম কাপড় মুড়িয়ে কাজে বের হয়েছেন গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষেরা।

শুক্রবার (৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ৩ নভেম্বর দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। কিন্তু চলতি মাসের প্রথম দিনে দিনাজপুরসহ এই অঞ্চলে হঠাৎ ভারী বৃষ্টিপাত হওয়ায় কমতে শুরু করে তাপমাত্রা।

এই অবস্থায় গত ৪ নভেম্বর বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৯ ডিগ্রী সেলসিয়াসে এবং গত বৃস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এটিই এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে তিনি জানান।

আবহাওয়া অফিসের এই কর্মকর্তা আরও জানান, গত বছর ৬ ডিসেম্বর দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস এবং গত বছরের ডিসেম্বর মাসের ২৫ তারিখে শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

তিনি জানান, চলতি বছরের ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা হয়েছে। তাই মাটি আর্দ্র ও বাতাসে জলীয় বাষ্পের আধ্যক্য বেশি। এই কারণেই গত শীত মৌসুমের চেয়েও এবার বেশি শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এম.এ এস / এস এ/ওআ