ন্যাভিগেশন মেনু

দিল্লিতে সংসদের অ্যানেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে


ভারতের দিল্লিতে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১৭ আগস্ট) ভবনের ৭ তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৫টি ইঞ্জিন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অ্যানেক্স বিল্ডিংয়ের ৭ তলার ৬ নম্বর কক্ষটিতে আগুন লাগে। ইতোমধ্যেই দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। আগুনে পুড়ে গিয়ে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা ওই কক্ষেই। শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

দিল্লির ফায়ার সার্ভিস বিভাগের নির্দেশক অতুল গর্গ বলেছেন, সকাল সাড়ে ৭টায় একটি ফোন কলের মাধ্যমে আগুন লাগার বিষয়টি জানতে পারি। তবে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৫ মার্চ থেকে সারাদেশে কড়া লকডাউন ঘোষণার কয়েকদিন আগে থেকেই সংসদের উভয় কক্ষ, লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন স্থগিত করে দেয়। বাজেট অধিবেশন স্থগিত করা হয় ২৩ মার্চ।

রবিবার সরকারি সূত্রে জানা গেছে,  সংসদের বাদল অধিবেশনটি ২৩ সেপ্টেম্বরের আগেই শুরুর প্রস্তুতি চলছে। লোকসভা ও রাজ্যসভায় আসন্ন অধিবেশনের জন্য সংসদে স্যানিটাইজ করা হচ্ছে।

ওয়াই এ/এডিবি